‘বিএনপি ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর পরিকল্পিতভাবে হামলা করেছে’

|

অনুষ্ঠানে বক্তব্যরত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন।

নেত্রকোণা প্রতিনিধি:

নিউমার্কেটে ব্যবসায়ী এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর পরিকল্পিতভাবে হামলা করেছে বিএনপি, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন।

শনিবার (২৩ এপ্রিল) বিকেলে নেত্রকোণা জেলা পাবলিক হলে জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সংসদ কাউন্সিল আয়োজিত ৪র্থ প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন।

আহম্মদ হোসেন বলেন, নিউ মার্কেটে ব্যবসায়ী এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর পরিকল্পিতভাবে হামলা করেছে বিএনপি। এরই মধ্যে সংঘর্ষের ভিডিও দেখে পুলিশ বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেফতার করেছে। তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মকবুলকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যের কুশিলবদের খুঁজে বের করবে পুলিশ। দেশকে অস্থিতিশীল করতে বিএনপি পরিকল্পিতভাবে এ হামলা করেছে বলে মন্তব্য করেন তিনি।

নেত্রকোণা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সংসদ কাউন্সিলের সভাপতি অধ্যাপক মো. ওমর ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রইছ মো. হাবিব খান মুক্তি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধার সন্তান মো.সোলায়মান মিয়া, প্রতিষ্ঠাতা মহাসচিব বীর মুক্তিযোদ্ধার সন্তান শফিকুল ইসলাম বাবুসহ সংগঠনের নেতৃবৃন্দ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply