ঢাকা-আরিচা মহাসড়কে চলছে সড়ক উন্নয়নের কাজ। নবীনগর-চন্দ্রা সড়কে থাকে যানবাহনের জটলা আর আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে যেনো ভোগান্তিই সঙ্গি। যদিও ঐ তিন সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।
আট লেন হচ্ছে ঢাকা-আরিচা মহাসড়ক, চলছে উন্নয়ন কাজ। এতে ঈদযাত্রায় ধকল পোহাতে হবে দক্ষিণবঙ্গের যাত্রীদের। আমিনবাজার, হেমায়েতপুর, থানারোড, সাভার বাস স্ট্যান্ড, রেডিও কলোনি, নবীনগরসহ ধামরাইয়ের বেশকিছু এলাকায় দেখা দিতে পারে যানবাহনের জটলা, এমনটাই শঙ্কা চালকদের। নবীনগর-চন্দ্রা সড়কেও বিপত্তি ঘটাতে পারে অবৈধ স্ট্যান্ড আর তিন চাকার যানের যাচ্ছেতাই চলাচল।
তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে ফেলবে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়ক। বেহাল দশার সরু রাস্তায় মাত্রাতিরিক্ত যানবাহন চলাচল ভোগাবে এ পথের যাত্রীদের। যদিও সড়ক ও জনপথে দাবি, যানজট কমাতে এর মধ্যে সকল প্রস্তুতি নেয়া হয়েছে।
মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী গাউস উল হাসান মারুফ বলেন, ঢাকা-আরিচার বেশ কয়েকটি বাজার আর কয়েকটি স্থানে রাস্তা প্রশস্তকরণের কাজ প্রায় শেষ। বাকি যে কাজগুলো আছে সেগুলো আগামী ২৫ তারিখের মধ্যেই শেষ করে ফেলবো।
এসজেড/
Leave a reply