ইউক্রেনের বিভিন্ন শহরে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। ওডেসায় শনিবার (২৩ এপ্রিল) মিসাইলের আঘাতে প্রাণ গেছে কমপক্ষে ৫ জনের। আহত ১৮ জন।
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে রয়টার্স জানায়, দক্ষিণাঞ্চলীয় বন্দরটিতে আঘাত হানে দুটি ক্ষেপণাস্ত্র। বিধ্বস্ত হয় একটি সামরিক স্থাপনা ও দুটি আবাসিক ভবন। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
গতকাল পূর্বাঞ্চলীয় শহর খারকিভেও চালানো হয় জোরালো হামলা। গভর্নর জানান, দোনবাসের উত্তর পশ্চিমের শহরটিতে এদিন ৫০টির বেশি রকেট বা গোলা ছুড়েছে রুশ বাহিনী। মৃত্যু হয়েছে ৩ জনের। আহত ৭ জন। অঞ্চলটিতে ইউক্রেনের একটি ফাইটার জেট ও তিনটি হেলিকপ্টার ধ্বংসের দাবি করেছে মস্কো।
ইজিউমের ফ্রন্টলাইনে রুশ বাহিনীর সাথে তীব্র লড়াই চলছে ইউক্রেনের সেনাদের। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহরটির আরও তিনটি গ্রাম দখলে নিয়েছে পুতিন বাহিনী। হামলা বেড়েছে দোনেৎস্কেও। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, এ পর্যন্ত ১৭৭টি রুশ বিমান ও ১৫৪টি হেলিকপ্টার ধ্বংস করেছে তারা।
/এডব্লিউ
Leave a reply