ঈদ মৌসুমে এখনও প্রস্তুতি নেই শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে

|

ফাইল ছবি।

দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের মানুষের জন্য এবারের ঈদযাত্রায় বড় দুশ্চিন্তার নাম শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট। ঘরমুখী চাপ সামাল দিতে প্রস্তুতি নেই দুই ঘাটে। ১৬টি ফেরির বদলে এবারের ঈদ বহর সেজেছে মাত্র ৬টি দিয়ে। এ ছাড়াও আছে নানামুখী সংকট। যদিও শেষ সময়ে সব গুছিয়ে নেয়ার আশ্বাস দিয়েছেন কর্মকর্তারা।

পর্যাপ্ত ফেরি না থাকায় শিমুলিয়া হয়ে বাংলাবাজার ও মাঝিরকান্দি রুটে ঘরমুখো মানুষের ভোগান্তি রয়েই গেছে। গতবছর বন্ধ থাকলেও এবার ৮৭টি লঞ্চ ও ১৫৩টি স্পিডবোট চালানোর সিদ্ধান্ত হয়েছে। তবে নৌযানে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েই গেছে।

ভোগান্তি কমাতে ফেরির সংখ্যা বৃদ্ধি, ২৪ ঘণ্টা সচল সেবা ও নতুন ঘাট স্থাপনের কথা বলছে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি।

বিআইডব্লিউটিসির পরিচালক এসএম আশিকুজ্জামান বলেন, যেহেতু এই রুটে কেবল ছোট গাড়ি চলাচল করবে, তাই যানজটের আশঙ্কা কম থাকবে। শিমুলিয়া-বাংলাবাজার রুটে রাত ১০টা পর্যন্ত লঞ্চ চলাচল করবে, আর শিমুলিয়া-মাঝিরকান্দিতে ২৪ ঘণ্টাই খোলা রাখার জন্য সিদ্ধান্ত নিয়েছি।

তবে শেষ সময়ে নতুন ঘাট স্থাপন ও যাত্রী সুবিধা বৃদ্ধি কতটা সম্ভব হবে সে বিষয়ে পরিস্কার করে কিছু বলেননি কর্মকর্তারা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply