রাঙ্গামাটিতে এবার তরমুজের বাম্পার ফলন, লাভের মুখ দেখছেন চাষিরা

|

রাঙ্গামাটির তরমুজ।

ভরা মৌসুমে তরমুজে সয়লাব পাহাড়ের জনপদ। রাঙ্গামাটিতে মৌসুমী এই ফলের ফলন ভালো হওয়ায় হাসি ফুটেছে চাষিদের মুখে। স্থানীয় চাহিদা মিটিয়ে রাঙ্গামাটির তরমুজ যাচ্ছে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে। রাঙ্গামাটিতে ভিড় করছেন দূর-দুরান্তের পাইকাররা।

মিষ্টি এবং রসালো তরমুজে সয়লাব রাঙামাটির সব হাট-বাজার। বেশি উৎপাদন হয়েছে জেলা সদর, নানিয়াচর এবং লংগদুতে। কৃষকরা ইঞ্জিন বোটে করে রাঙামাটি শহরের সমতাঘাট, তবলছড়ি, পৌর ট্রাক টার্মিনাল এবং রির্জাভ বাজারে নিয়ে আসার ট্রাকে করে কিনে নিয়ে যাচ্ছেন দূর-দুরান্তের পাইকাররা।

স্থানীয় চাহিদা পূরণ করে পাহাড়ের তরমুজ যাচ্ছে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায়। তবে পথে পথে পুলিশের চাঁদাবাজিতে অতিষ্ঠ বেপারিরা। এবার রাঙামাটিতে ২০০ হেক্টর জমিতে তরমুজের ভালো ফলন হয়েছে বলে দাবি কৃষি কর্মকর্তাদের। গত বছর রাঙামাটি ২৩৯ হেক্টর জমিতে তরমুজ চাষ হলেও, এবার চাষাবাদ কিছুটা কমেছে।

রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক তপন কুমার পাল বলেন, এবার চাষিরা তরমুজ চাষ করে ভালো লাভবান হতে পারবেন। কারণ, গরম যতই বাড়বে বাজারে চাহিদা বাড়ার পাশাপাশি মূল্যও বৃদ্ধি পাবে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply