ইউক্রেন সীমান্তে মিসাইল লঞ্চার মোতায়েন করেছে রাশিয়া!

|

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, ইউক্রেন সীমান্তের ৬০ কিলোমিটারের ভেতরে অত্যাধুনিক মিসাইল ইস্কান্দার-এম লঞ্চার মোতায়েন করেছে রাশিয়া। তিনি বলেন, শত্রুরা অতিরিক্ত শক্তি কেন্দ্রীয়ভূত করে বেলগোরোডে তাদের সৈন্য সংখ্যা বাড়িয়েছে। খবর রয়টার্সের।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রতিদিনের দেয়া তথ্যানুযায়ী, রাশিয়া তাদের ইস্কান্দার-এম লঞ্চারগুলো ইউক্রেন সীমান্ত থেকে ৬০ কিলোমিটার দূরে মোতায়ন করা হয়েছে। যদিও তাৎক্ষণিকভাবে রয়টার্স এই সংবাদের সত্যতা যাচাই করতে পারেনি।

ইস্কান্দার-এম একটি ভ্রাম্যমাণ ব্যালেস্টিক মিসাইল সিস্টেম; যার কোড-নাম হলো, এসএস-২৬ স্টোন। এই ক্ষেপণাস্ত্রের পরিসীমা ৩০০ মাইল পর্যন্ত। যা প্রচলিত পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম।

এর আগে গত শুক্রবারে রাশিয়া বলেছিল, তারা সমস্ত দক্ষিণ ইউক্রেনের নিয়ন্ত্রণ চায়। এর জবাবে তখন ইউক্রেন বলেছিল, রাশিয়ার কথায় প্রমাণ হয় যে রাশিয়া তার লক্ষ্যের চেয়ে আরও বিস্তৃত লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply