করোনা নিয়ন্ত্রণে আছে বলেই মৃত্যু শূন্যের কোটায় নেমেছে: স্বাস্থ্যমন্ত্রী

|

ফাইল ছবি।

করোনা নিয়ন্ত্রণে আছে বলেই মৃত্যু শূন্যের কোটায় নেমেছে, এমন মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার (২৪ এপ্রিল) দুপুরে মহাখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রায় ১৩ কোটি মানুষ করোনার টিকা নিয়েছে। এখনও যারা বাকি আছে, তারা আসলে টিকা নিতে চায় না। আশপাশের সব দেশ থেকে টিকাদানে বাংলাদেশ এগিয়ে বলেও জানান তিনি।

জাহিদ মালেক বলেন, ভারতে করোনা বাড়ছে৷ কোনোভাবেই যেন দেশে সংক্রমণ না বাড়ে, সেদিকে সর্বোচ্চ খেয়াল রাখার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। মানুষকে সুষম পুষ্টি গ্রহণে উদ্বুদ্ধ করাই পুষ্টি সপ্তাহের প্রধান লক্ষ্য বলেও জানান তিনি। আরও বলেন- পোলিও, যক্ষ্মা ও ম্যালেরিয়াসহ সংক্রামক রোগ নিয়ন্ত্রণে আছে বলেই মানুষের গড় আয়ু বাড়ছে। খাদ্যে ভেজাল রোধে সবাইকে সতর্ক থাকারও পরামর্শ দেন জাহিদ মালেক।

আরও পড়ুন: যেকোনো ভবনে আগুন নেভানোর ব্যবস্থা ও পর্যাপ্ত পানির উৎস থাকতেই হবে: প্রধানমন্ত্রী

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply