যাত্রীরা সচেতন হওয়ায় আগেভাগেই পরিবার নিয়ে ঢাকা ছাড়ছে: নৌ প্রতিমন্ত্রী

|

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

আগের চেয়ে বর্তমানে যাত্রীরা ভোগান্তি এড়ানোর ব্যাপারে সচেতন হয়েছে। তাই আগেভাগেই তারা পরিবার নিয়ে ঢাকা ছাড়ছে বলে মন্তব্য করেছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আজ রোববার (২৪ এপ্রিল) সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে একথা বলেছেন খালিদ মাহমুদ চৌধুরী।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ইদযাত্রীদের বহনে প্রস্তুত সদরঘাট। যাত্রীরা এনআইডি সাথে রাখছে, যেটা নিরাপত্তার জন্য সুখবর। তবে ইদে লঞ্চে মোটরসাইকেল উঠানো যাবে না। ধারণক্ষমতার তুলনায় এবার যাত্রী অনেক বেশি থাকবে। প্রস্তুতি আমাদের যথাযথ আছে। নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার করেছে বাহিনীগুলো।

নৌ প্রতিমন্ত্রী বলেন, ইদকে সামনে রেখে দুষ্টচক্ররোধে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। কেউ মানুষের কাছ থেকে বেশি টাকা নিতে পারবে না। আমরা চাই না ইদযাত্রায় কোনো ভোগান্তি হোক, কেউ কাউকে ঝামেলায় ফেললে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন: করোনা নিয়ন্ত্রণে আছে বলেই মৃত্যু শূন্যের কোটায় নেমেছে: স্বাস্থ্যমন্ত্রী

কালবৈশাখীর বিষয়ে আগে থেকেই নির্দেশনা দেয়া হবে বলেও জানান নৌ প্রতিমন্ত্রী। বলেন, আগে থেকেই বলা আছে যাত্রীর চাপ বেশি হবে। সঠিকভাবে নিয়ম মানলে সামলে নিতে পারবো। প্রকৃতির সাথে যুদ্ধ করা কঠিন। কালবৈশাখী শুরু হলে লঞ্চ বন্ধ রাখতে হবে। যাত্রাপথে জীবনের ঝুঁকি না নিতেও আহ্বান জানান তিনি।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply