ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ ইটভাটা বন্ধের প্রশ্নে হাইকোর্টের রুল

|

ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯ উপজেলায় ৯৯টি অবৈধ ইটভাটা বন্ধ করতে সংশ্লিষ্টদের নিস্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, এর কারণ দর্শাতে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত বেঞ্চ রোববার (২৪ এপ্রিল) এ আদেশ দেন। রিটকারী আইনজীবী একিউএম সোহেল রানা জানান, বিদ্যমান আইন লংঘন করে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯ উপজেলায় ৯৯টি ইটভাটা পরিচালিত হচ্ছে। অবৈধ উপায়ে পরিচালিত ওইসব ইটভাটা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টরা সন্তোষজনক পদক্ষেপ না নেয়ায় জনস্বার্থে হাইকোর্টে রিটটি দায়ের করা হয়।

রিটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশসাক, পুলিশ সুপার এবং পরিবেশ অধিদফতরের উপ-পরিচালককে বিবাদী করা হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply