আফগানিস্তানে নিষিদ্ধ করা হয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক ও জনপ্রিয় অনলাইন গেম পাবজি। তরুণ প্রজন্ম বিপথে যাচ্ছে এই অভিযোগে অ্যাপগুলো নিষিদ্ধ করা হয়েছে। খবর এনডিটিভির।
এর আগে দেশটিতে তালেবান নেতৃত্বাধীন সরকার গান, সিনেমা, নাটক বন্ধ করে দেয়। এরপর বিনোদনের জন্য টিকটক আর পাবজি তরুণ প্রজন্মের আফগানদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠে।
গত জানুয়ারিতে স্বতন্ত্র ডেটা সংগ্রহকারী প্রতিষ্ঠান ডেটারিপোর্টালের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ৩ কোটি ৮০ লাখ মানুষের আফগানিস্তানে ৯০ লাখের মতো মানুষের ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে। আর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী রয়েছে ৪০ লাখ। তাদের মধ্যে ফেসবুক বেশ জনপ্রিয়।
/এমএন
Leave a reply