আবার ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকরন

|

ফ্রান্সে টানা দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ইমান্যুয়েল ম্যাকরন। বিজয় ভাষণে দ্বিতীয় মেয়াদে নতুন রাষ্ট্রপ্রধান শপথ নিলেন ফরাসিদের ঐক্যবদ্ধ করার।

পূর্বাভাস ছিল মধ্যমপন্থী সংস্থারবাদী ম্যাকরনই আবার আসছেন ক্ষমতায়। তবে জরিপে বলা হয়, বড় চমক দেখাতে পারেন কট্টর ডানপন্থী মেরি ল্যু পেন। তবে তেমনটা হয়নি। চূড়ান্ত ফলাফলে ৫৮ দশমিক পাঁচ পাঁচ শতাংশ ভোট পান ইমান্যুয়েল ম্যাকরন। অন্যদিকে, প্রায় ৪২ ভাগ ফরাসি ভোট দেন ল্যু পেনকে।

পরাজিত হলেও ভোটের ব্যবধান কমানোকেই বড় প্রাপ্তি হিসেবে দেখছেন ডানপন্থী প্রার্থী। বিষয়টিকে আমলে নিয়েছেন প্রেসিডেন্ট ম্যাকরনও। তাই বিজয় ভাষণে বলেন, দেশবাসীর মনে ক্ষোভ-ভেদাভেদ রয়ে গেছে। সে কারণেই, বিশাল জনগোষ্ঠী কট্টর ডানপন্থীদের ভোট দিয়েছেন। তাই বিভাজন দূর করে ফরাসিদের ঐক্যবদ্ধ করবেন বলে শপথ নেন তিনি। ম্যাকরনের জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ইউরোপীয় ইউনিয়ন। শুভেচ্ছা জানিয়েছেন মিত্র দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানরা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply