সুদানের দারফুরে দুটি উপজাতির সংঘর্ষে কমপক্ষে ১৭০ জন নিহতের ঘটনা ঘটেছে। ত্রাণবাহী একটি দল বলছে সাম্প্রতিক সংঘাত এই অঞ্চলকে মারাত্মকভাবে অশান্ত করে তুলেছে। খবর আলজাজিরার।
দারফুরে শরণার্থী ও বাস্তুচ্যুতদের সাধারণ সমন্বয়ক মুখপাত্র অ্যাডাম রিগাল বলেছেন, শুক্রবার (২২ এপ্রিল) নাগাদ পশ্চিম দারফুরের ক্রিং অঞ্চলে এই সংঘর্ষ শুরু হয়। রোববার পর্যন্ত ১৬০ জন নিহত হয়েছে এবং কমপক্ষে ৯৮ জন আহত হয়েছে। তবে যুদ্ধ চলমান থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
ত্রানবাহী গোষ্ঠীটি বলেছে, সশস্ত্র উপজাতিরা তাদের দুই উপজাতির মৃত্যুর প্রতিশোধ নিতে অনারব মাসালিত গোষ্ঠির ওপর হামলা চালালে এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ শুরু হওয়ার পর শুধু শুক্রবারেই মারা গেছে ৮ জন।
রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি আহতদের নিরাপদে হাসপাতালে পৌঁছে দেয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে এবং দারফুর বার অ্যাসোসিয়েশন জানিয়েছে সহিংসতায় প্রায় ২০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
এটিএম/
Leave a reply