ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই বছর আগে কাশ্মির অঞ্চলের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর তার প্রথম সফরে ভারত-শাসিত কাশ্মিরে একটি জনসভায় ভাষণ দিয়েছেন। এ সময় কাশ্মিরে বিনিয়োগের প্রস্তাবসহ পঞ্চায়েতি রাজকে চিহ্নিত করার জন্য হাজার হাজার উপস্থিত সমর্থকদের আহ্বানও জানিয়েছেন তিনি। খবর আলজাজিরার।
রোববার (২৪ এপ্রিল) জম্মুর দক্ষিণাঞ্চলীয় শহর সাম্বা জেলার পল্লিগ্রামে ভাষণে মোদি বলেন, এটি একটি গৌরবের মুহূর্ত যে জম্মু ও কাশ্মিরে গণতন্ত্র তৃণমূল পর্যায়ে পৌঁছেছে। তিনি আরও বলেন, বর্তমানে ৩০ হাজারেরও বেশি প্রতিনিধি এখন গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা পরিচালনা করছেন।
কিন্তু রাজনৈতিক বিশ্লেষক ও বিরোধী দলের নেতারা বলছেন, হিন্দুত্ববাদী সরকার বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার পর ২০১৮ সাল থেকে কোনো নির্বাচিত সরকার ছাড়াই এ অঞ্চলটি পরিচালিত হচ্ছে। ২০২০ সালে গ্রাম ও জেলা পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল কিন্তু স্থানীয় সংস্থাগুলোর আইন প্রণয়ন কিংবা সংশোধন করার কোনো ক্ষমতা নেই।
এটিএম/
Leave a reply