সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:
নাটোরে হেরোইন বহনের দায়ে ফেমালী বেগম নামের একজন মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৫ এপ্রিল) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ফেমালী বেগম রাজশাহীর গোদাগাড়ি থানার মেডিকেল মোড় এলাকার নোমান আলীর স্ত্রী।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ৪ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী এইচ পি হামিদ পরিবহনের যাত্রীবাহী বাসে হেরোইন পাচার করছেন একজন নারী। এমন সংবাদের ভিত্তিতে বনবেলঘড়িয়া বাইপাসের চেকপোস্ট বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের যাত্রী ফেমালী বেগমের ভ্যানিটি ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়।
পরে ফেমালী বেগমের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এক বছর মামলার সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে অভিযুক্ত ফেমালী বেগমকে ৭ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। এ সময় অভিযুক্ত ফেমালী বেগম আদালতে উপস্থিত ছিলেন।
এসজেড/
Leave a reply