সাংহাইয়ের মতোই কি লকডাউনে যাচ্ছে চীনের রাজধানী বেইজিং? নতুনভাবে গুচ্ছ সংক্রমণ শনাক্তের পর গণ-নমুনা পরীক্ষা শুরু হওয়ায় ঘুরছে এই প্রশ্ন। ইতোমধ্যে মানুষ লকডাউন আতঙ্কে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে মজুদ করতে শুরু করেছে বলে গার্ডিয়ানের একটি প্রতিবেদন বলছে।
নিউইয়র্ক টাইমসের খবর অনুযায়ী, রোববারই (২৪ এপ্রিল) রাজধানীর শাওইয়াং জেলায় ২৬ জনের শরীরে শনাক্ত হয় করোনাভাইরাস। সাম্প্রতিক সংক্রমণের ক্ষেত্রে যা সর্বোচ্চ। এরপরই শহরটির ৩৫ লাখ বাসিন্দাকে তিন দফায় গণনমুনা পরীক্ষার নির্দেশ দেয় প্রশাসন। মুহূর্তেই আতঙ্ক ছড়ায় গোটা জনপদে। সুপার মার্কেটগুলো থেকে উধাও হয়ে গেছে নিত্যপণ্যে। খাদ্য ও ওষুধ মজুদের জন্য নেমেছে মানুষের ঢল। পরিস্থিতি মোকাবেলায় সুপারমার্কেটগুলো খোলা রাখার সময়সীমা বাড়িয়েছে বেইজিং প্রশাসন।
মার্চের শেষ নাগাদ বাণিজ্যিক নগরী সাংহাইয়ে বিস্তার লাভ করে করোনা ভাইরাসটি। বাধ্য হয়েই কঠোর লকডাউনে যায় প্রশাসন। তবুও শহরটির ৪ লাখের বেশি বাসিন্দা বর্তমানে আক্রান্ত। এই সময়ের মধ্যে প্রাণ হারিয়েছেন ১৩৮ জন।
/এডব্লিউ
Leave a reply