স্টাফ করেসপনডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পরপর আসা দুটি ট্রাকের চাপায় তিন মোটরসাইকেল আরোহীর দুইজন নিহত হয়েছেন। অপরজন আহত অবস্থায় এখন ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২৫ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রাজা বাড়িয়াকান্দি নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় নিহতরা হলেন, সরাইল উপজেলার শাহজাদাপুরের সালমান মিয়া (১৬) ও শরিফ মিয়া (১৬)। একই এলাকার আনাস (১৭) এ দুর্ঘটনায় আহত হন।
এ দুর্ঘটনায় আহত আনাসের চাচা আরিফুর রহমান (৫১) বলেন, ওরা সহপাঠী এবং শৈশবের বন্ধু ছিল, তিনজন চলাফেরাও করতো একসঙ্গেই, তিনজনের দুইজন চলেও গেল একসঙ্গে।
এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু জানান, রাতে সিলেট অভিমুখে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী দুটি ট্রাক মোটরসাইকেলটিকে পরপর দুবার চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী সালমান ও শরীফ নিহত হন। গুরুতর আহত অবস্থায় আনাসকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পরই ঘাতক ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
/এসএইচ
Leave a reply