পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবারের (২৬ এপ্রিল) এ হামলায় এখন পর্যন্ত তিনজন চীনা নাগরিকসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন আরও চারজন। তাদের তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম ডনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় আনুমানিক দুপুর আড়াইটার দিকে একটি গাড়িতে এ বিস্ফোরণ ঘটে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, এই হামলায় তিনজন চীনা নাগরিক নিহত হয়েছেন। তারা হলেন, চীন ভিত্তিক শিক্ষা বিষয়ক প্রোগ্রাম কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক হুয়াং গুইপিং, ডিং মুপেং, চেন সাই। নিহত অপরজন হলেন পাকিস্তানি গাড়ি চালক খালিদ।
আহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন চীনা নাগরিক ওয়াং ইউকিং এবং হামিদ নামে এক প্রহরী। গাড়িটিতে সাত থেকে আটজন আরোহী ছিলেন, তবে নিহতের সঠিক সংখ্যা এখনো নির্ধারণ করা হয়নি। পুলিশ বলছে, এটি আত্মঘাতী হামলাও হতে পারে।
এসজেড/
Leave a reply