সোভিয়েত যুগের স্মৃতিস্তম্ভ ভেঙ্গে দিলো ইউক্রেন

|

ছবি: সংগৃহীত

সোভিয়েত যুগের স্মৃতিস্তম্ভ ‘পিপলস ফ্রেন্ডশিপ আর্ক’ ভেঙ্গে দিলো ইউক্রেন। মঙ্গলবার (২৬ এপ্রিল) রাজধানী কিয়েভের এই স্থাপত্য গুড়িয়ে দেয়া হয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

২৭ ফুট দীর্ঘ ব্রোঞ্জের শিল্পকর্মটিতে ছিলেন দু’জন মানুষ। যাদের হাতে ধরা সোভিয়েত প্রতীক। যেখানে হাতুড়ি-শেকল আর ঐক্যের কথা খোদাই করা ছিল। ভাস্কর্যটির ওপরে রয়েছে রংধনু আকারের তোড়ন।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎশকো জানান, দিনিপরো নদীতীরের স্থানটিতে নতুনভাবে স্থাপত্য গড়ে তোলা হবে। যা মুক্ত ইউক্রেনের জয়গাঁথার প্রতীক হবে। বর্তমান ইউক্রেনে স্থাপত্যটি নির্মাণ করেন তৎকালীন সোভিয়েত কর্তৃপক্ষ।

ব্রোঞ্জের এই শিল্পকর্মটি ইউক্রেনীয় এবং রাশিয়ান কর্মীদের একটি বৃন্তে চিত্রিত করেছে যা সোভিয়েত বন্ধুত্বের আদেশকে একসাথে ধরে রাখে। ১৯৮২ সালে সোভিয়েত ইউনিয়নের ৬০তম বার্ষিকী স্মরণে এটি স্থাপন করা হয়েছিল।
আরও পড়ুন: পোল্যান্ড-বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply