দীর্ঘ ৯ বছর পর লেবাননে চলছে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ

|

দীর্ঘ ৯ বছর পর লেবাননে আজ চলছে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ। স্থানীয় সময় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হবে এই ভোটাভুটি। ১২৮ আসনের পার্লামেন্টে স্থান পেতে দেশজুড়ে লড়ছেন ৫৯৫ প্রার্থী, যাদের মধ্যে রেকর্ড সংখ্যক ৮৬ জন নারী।

দেশটির রাজনীতির ক্ষেত্রে একে নতুন দ্বার উন্মোচন হিসেবে দেখছেন অনেকে। এসব প্রার্থীদের নির্বাচিত করতে ভোটাধিকার প্রয়োগ করবেন লেবাননের ৩৬ লাখ নাগরিক। যাদের মধ্যে ৮০ হাজারই নতুন ভোটার। এরমাঝে, বেশ কয়েকটি দেশের দূতাবাসে আগাম ভোট দিয়েছেন প্রবাসীরা। সেখানে, ভোটার উপস্থিতি রেকর্ড করা হয় ৫৯ শতাংশ।

নির্বাচনের হেভিওয়েট দল শিয়াপন্থি হিজবুল্লাহ ও আমাল মুভমেন্ট। একমাত্র সুন্নি জোট প্রধানমন্ত্রী সাদ হারিরির ‘ফিউচার মুভমেন্ট’। বিশ্লেষকদের অভিমত, শিয়া-সুন্নির মধ্যে ক্ষমতার লড়াই থাকলেও, সরকারের ওপর প্রভাব থাকবে হিজবুল্লাহ’র।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply