অবৈধ অনুপ্রবেশের দায়ে ঝিনাইদহ সীমান্তে ১৪ জন আটক

|

ঝিনাইদহ প্রতিনিধি:

অবৈধ অনুপ্রবেশের দায়ে ঝিনাইদহ সীমান্তে ১৪ জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। বুধবার (২৭ এপ্রিল) দুপুরে মহেশপুর উপজেলার মাটিলা গ্রাম থেকে তাদরে আটক করা হয়। তারা অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে ফিরছিলেন।

বুধবার দুপুরে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য জানান। জানা গেছে, মঙ্গলবার রাতে মহেশপুরের মাটিলা গ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করা হয়। তারা বাংলাদেশি হলেও তাদের কোন পাসপোর্ট ছিল না।

আটককৃতদের মধ্যে ৩ জন পুরুষ, ১০ জন নারী ও ১ শিশু রয়েছে। তারা হলেন, বগুড়ার মুরাদপুরের শাকিলা আক্তার (৩২), খুলনার কয়রা গ্রামের মিস মৌসুমী (২০), আছমা খাতুন মুক্তা (২৮), সাতক্ষিরার জামাল নগর গ্রামের পরুলা খাতুন (২৯), মাগুরার চৌতিয়া গ্রামের অনীতা বিশ্বাস (৩৫), যশোরের বিরামপুর গ্রামের ইয়াসমিন (৩১), আরমান (৬), রেশমা বেগম (৩৮), আছমা বেগম (৪৪) সাতক্ষিরার মাছখেলা গ্রামের শাহিনুর ঢালি (৩৮), নাছিমা খাতুন (৩৫), নড়াইলের কলাবাড়িয়া গ্রামের মো. হাসান মোল্লা (৫০), সুরাইয়া (২৫) ও গোপালগঞ্জ জেলার নীলফে গ্রামের ওয়েছ শেখ (৩৫)।

বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে মামলা হয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply