শেষ পর্যন্ত রুবলেই রাশিয়ার গ্যাস কিনছে জার্মানি

|

রাশিয়ার কাছ থেকে শেষ পর্যন্ত রুবলেই গ্যাস কিনবে জার্মানি। দেশটির একটি শীর্ষ জ্বালানি প্রতিষ্ঠান ইউনিপার জানায় এ তথ্য।

আলজাজিরার খবর বলছে, পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করার একদিন পরই আসলো এ সিদ্ধান্ত। ইউনিপার ছাড়াও একই পথে এগোচ্ছে ইইউর আরও কয়েকটি জ্বালানি প্রতিষ্ঠান। ইউরোপিয়ান ব্যাংকের বদলে রাশিয়ান ব্যাংকে অর্থ পরিশোধ করবে তারা। পরে ইউরো বা ডলারকে পরিবর্তন করবে রুবলে।

ইউরোপের এমন সিদ্ধান্ত পুতিনের কৌশলগত দক্ষতার কাছে নতি স্বীকার বলে মনে করছেন বিশ্লেষকরা। এর মাধ্যমে মস্কোর ওপর আরোপ করা ইইউর নিষেধাজ্ঞা দুর্বল হয়ে পড়বে বলেও ধারণা তাদের। রাশিয়া-ইউক্রেন সংকট শুরুর পর মস্কোর ওপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন। এর পরিপ্রেক্ষিতে অবন্ধুসুলভ দেশগুলোকে রুবলে মূল্য পরিশোধ ছাড়া জ্বালানি বিক্রি বন্ধের ঘোষণা দেয় পুতিন প্রশাসন।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply