অবৈধভাবে ইউরোপে যাওয়ার সময় ২০২১ সালে ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরে ডুবে প্রাণ গেছে তিন হাজারের বেশি মানুষের।
আলজাজিরার খবর অনুযায়ী এ সংখ্যা আগের বছরের তুলনায় দ্বিগুণ। জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা, ইউএনএইচসিআরের প্রতিবেদনে বলা হয়, গত বছর ভূমধ্যসাগর ও আটলান্টিক পাড়ি দিতে গিয়ে ৩ হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে। ২০২০ সালে এ সংখ্যা ছিল ১ হাজার ৫৪৪ জন। ভূমধ্যসাগরের মধ্য ও পশ্চিমাঞ্চলীয় রুটগুলোতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে।
চলতি বছর এখন পর্যন্ত এ সংখ্যা ৫শর কাছাকাছি বলে জানায় ইউএনএইচসিআর। জাতিসংঘ বলছে, করোনার কারণে দারিদ্র্য ও কর্মহীন মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় অবৈধভাবে সাগরপথে ইউরোপে যাত্রা করা মানুষের সংখ্যা বেড়েছে।
/এডব্লিউ
Leave a reply