২ নম্বর সতর্ক সংকেতের কারণে শিমুলিয়া-মাঝিরকান্দি ঘাটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে ফেরি চলাচল করবে৷ শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য জানায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
এর আগের দিন শুক্রবারও বৈরী আবহাওয়ার কারণে বন্ধ ছিল এই রুটের লঞ্চ চলাচল। রাত নয়টার দিকে বন্ধের সেই নির্দেশনা দেয়া হয়েছিল।
আসন্ন ঈদ উপলক্ষে শিমুলিয়া-বাংলাবাজার-মাঝিকান্দি নৌরুটে সকাল ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত ৮৫টি লঞ্চ চলাচল করছে। এছাড়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৫৩টি স্পিডবোট চলছে। ছোট-বড় সব মিলিয়ে ফেরি চলাচল করে অন্তত ১০টি।
আরও পড়ুন: ঈদ যাত্রা এবার অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বস্তিদায়ক: কাদের
এর আগে, বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক আলমগীর কবির জানিয়েছেন, সারাদিনে এখন পর্যন্ত ১০০ লঞ্চ ছেড়ে গেছে। আরো অন্তত ৩০টি লঞ্চ ছেড়ে যাবে৷ তারপরও যদি যাত্রী থাকে তাদের জন্যেও লঞ্চের ব্যবস্থা আছে৷ এখন পর্যন্ত নানা অনিয়মের অভিযোগে ৫ টি লঞ্চের যাত্রা বাতিল ও ছাদে যাত্রী পরিবহনের অভিযোগে ৪টি লঞ্চ মালিককে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারপরও সার্বিক পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো। আবহাওয়া অনুকূলে থাকলে মানুষের ঈদ যাত্রা আগের যেকোনো সময়ের তুলনায় ভালো হবে৷
জেডআই/
Leave a reply