Site icon Jamuna Television

সংসদে পর্ন দেখার অভিযোগ স্বীকার করে ব্রিটিশ এমপির পদত্যাগ

পার্লামেন্টে বসেই দেখছিলেন পর্নোগ্রাফি। এর জেরে পদত্যাগ করতে বাধ্য হলেন ব্রিটিশ আইন প্রণেতা নেইল প্যারিস। ফোর্বসের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

অভিযোগ উঠার পর নিজের দোষ স্বীকার করে নেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এ সদস্য। জানিয়েছেন, দুইবার এ কাণ্ড ঘটিয়েছেন তিনি। এর আগে, গেল শুক্রবার এ এমপিকে একই অভিযোগে দল থেকেও বহিষ্কার করা হয়। হাউজ অব কমন্সের দুই নারী সদস্য নেইল প্যারিসের বিরুদ্ধে পার্লামেন্টে তাদের পাশে বসে পর্নোগ্রাফি দেখার অভিযোগ তোলেন। এরপর থেকেই এ ঘটনা জন্ম দেয় সমালোচনার। এর আগে, পার্লামেন্টে বসে থাইল্যান্ডের এক আইনপ্রণেতার পর্নোগ্রাফি দেখার ভিডিও ভাইরাল হয়েছিল।

/এমএন

Exit mobile version