লা লিগায় এস্পানিওলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ৩৫তম বারের মতো চ্যাম্পিয়ন হলো রিয়াল মাদ্রিদ। ৪ ম্যাচ হাতে রেখেই চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে যায় স্প্যানিশ জায়ান্টরা। রিয়াল মাদ্রিদের হোমগ্রাউন্ড সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ জয়ের পর চলছে শিরোপা উৎসব।
এস্পানিওলের বিপক্ষে ড্র করলেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হতো রিয়ালের। তবে সব কিছু ছাপিয়ে জয় তুলে নিয়েই সমীকরণ মিলিয়ে ফেলল কার্লো আনচেলত্তির শিষ্যরা। সেই সাথে, ইউরোপের শীর্ষ ৫ লিগের সবকটিতেই চ্যাম্পিয়নের স্বাদ পেলেন রিয়াল কোচ।
রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে এস্পানিওলের সর্বশেষ জয়টিই এসেছিল ২৬ বছর আগে, ১৯৯৬ সালে। তাই পরিষ্কার ফেভারিট হিসেবেই ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে নামে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৩৩ ও ৪৩ মিনিটে করা রদ্রিগোর জোড়া গোলে প্রথমার্ধেই ২ গোলের লিড নেয় লস ব্লাঙ্কোসরা। এরপর দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে মার্কো এসেনসিও এবং ৮১ মিনিটে দুর্দান্ত ফর্মে থাকা করিম বেনজেমার গোলে ৩৫তম লিগ শিরোপা অর্জন নিশ্চিত করে আনচেলত্তির শিষ্যরা।
আরও পড়ুন: চেলসি কেনার দৌড়ে ৪.২৫ বিলিয়ন ইউরো নিয়ে হাজির স্যার র্যাটক্লিফ
/এম ই
Leave a reply