স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:
ঈদ যাত্রাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়া ও সিরাজগঞ্জ অংশ থেকে গাড়ি টানতে না পারায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ১৫ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ।
রোববার (১ মে) ভোর থেকে বঙ্গবন্ধু সেতু থেকে কালিহাতীর পৌলি পর্যন্ত অতিরিক্ত যানবাহনের চাপে দীর্ঘ সারির সৃষ্টি হচ্ছে। এতে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে ভোগান্তি পোহাতে হচ্ছে ঘর মুখো মানুষদের। কালিহাতী উপজেলার এলেঙ্গা বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়কের গোলচত্বর এলাকা পর্যন্ত ঘুরে যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। যানবাহনের চাপ ছিল বিগত দিনের তুলনায় অনেক বেশি।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতোয়ার রহমান বলেন, ঈদে গার্মেন্টস ছুটি হওয়ায় মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ আরও বেড়ে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হচ্ছে। তবে কোথাও গাড়ি থেমে নেই। তাই কোনো প্রকার যানজট নেই।
এসজেড/
Leave a reply