ইউক্রেন যুদ্ধে ২৩ হাজারের বেশি রুশ সেনার মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। শনিবার (৩০ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় দেয়া ভাষণে এ কথা বলেন তিনি।
ভাষণে পুতিন বাহিনীর আগ্রাসনকে ‘অর্থহীন যুদ্ধ’ হিসেবে আখ্যা দেন জেলেনস্কি। বলেন, রাশিয়ার এক হাজারের বেশি ট্যাংক, প্রায় ২০০ বিমান ও আড়াই হাজার সাজোয়া যান ধ্বংস করা হয়েছে। আগামীতেও হাজারো সেনা হতাহত হবে বলে হুঁশিয়ারি দেন জেলেনস্কি।
পূর্বাঞ্চলে দখলদাররা আরও সেনা যুক্ত করছে জানিয়ে জেলেনস্কি বলেন, খারকিভ অঞ্চলে বহর শক্তিশালী করে দোনবাসে চাপ বাড়াতে চাইছে। অর্থহীন যুদ্ধে নিজেদের এতো সেনার মৃত্যুর পরও থামছে না রাশিয়া। ইউক্রেনের দখলমুক্ত এলাকাগুলোয় জীবনযাত্রা স্বাভাবিকের চেষ্টা করছি। ৬৯ শতাংশ এলাকা স্থানীয় সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে।
এসজেড/
Leave a reply