বিদেশে বিএনপির প্রভু অনেক। আমাদের যারা আছে তারা বন্ধু, আমাদের কোনো প্রভু নেই। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার (১ মে) সকালে বঙ্গবন্ধু এভিনিউতে ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দরিদ্র্রদের মধ্যে ঈদ উপহারসামগ্রী বিতরণ করার সময় এসব কথা বলেন ওবায়দুল কাদের। এসময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ কোনো শক্তির কাছে জিম্মি নয়। আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ।
এসময় ওবায়দুল কাদের তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে বলেন, তিস্তার জন্য ভারতের কাছে সাহায্য চাইতে পারি। কারণ, এটা জাতীয় ইস্যু। বন্ধুত্বের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. আবদুল মোমেনের বৈঠকে তিস্তা নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ চায়, প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরেই তিস্তার পানি বণ্টন চুক্তি চূড়ান্ত হোক।
/এডব্লিউ
Leave a reply