তাদের দেয়া তথ্য অনুযায়ী, প্রতি মিনিটে ৩৫ লক্ষ বার গুগলে অনুসন্ধান করা হয়, আর ৯ লক্ষ বার লগ ইন করা হয় ফেসবুকে। ইনস্টাগ্রামে ৪৬ হাজার ২০০ ছবি শেয়ার করা হয় এই এক মিনিটেই। অন্যদিকে, টুইটারও পিছিয়ে নেই খুব একটা। সেখানে প্রতিমিনিটে করা হচ্ছে ৪ লাখ ৫২ হাজার ২০০ টুইট।
মিনিট প্রতি ব্যবহারকারীর এ হিসাবে এগিয়ে আছে ইউটিউব। ১ মিনিটে সেখানে দেখা ৪১ লক্ষ ভিডিও। এদের একজন হয়ে ইউটিউব ভিডিও দেখার সময় আপনি হয়তো জানলেনই না এই ১ মিনিটে সারা বিশ্বে নিজের প্রয়োজনে মানুষ ১৫ কোটি ৬০ লাখ মেইল পাঠাচ্ছে।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply