সিলেট ব্যুরো:
সিলেটের হকার্স মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (২ মে) ভোর ৫টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। আগুনে প্রায় ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বেশির ভাগ দোকান থান কাপড় ও কসমেটিকসের গোডাউন হিসেবে ব্যবহার হতো। ব্যবসায়ীদের হিসেবে ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা।
এর আগে সোমবার রাত ৩টা ৪৫ মিনিটের দিকে হকার্স মার্কেটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ব্যবসায়ীরা। বিভিন্নভাবে তারা ফায়ার সার্ভিস কর্মীদের সাহায্যের চেষ্টা করেছেন।
জানা গেছে, এই মার্কেটের ৫ নম্বর গলিতে আগুনের পরিমাণ বেশি ছিল। তবে আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।
এসজেড/
Leave a reply