৬ বছর পর হোয়াইট হাউজে প্রেস গালা ডিনার

|

দীর্ঘ ৬ বছর পর হোয়াইট হাউজে ফিরলো প্রেস গালা ডিনার পার্টি। বিবিসির খবর বলছে, স্থানীয় সময় রোববার (১ মে) সন্ধ্যায় সাংবাদিকদের নিয়ে এই আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

গেলো দুই বছর করোনার কারণে বন্ধ ছিল এই আয়োজন। এছাড়া ৪ বছরের শাসন আমলে প্রেস ডিনার এড়িয়ে গেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিন হোয়াইট হাউজে ডিনারে অংশ নেন সাংবাদিক, সরকারি কর্মকর্তা, তারকা ব্যক্তিসহ আড়াই হাজারের বেশি মানুষ। সবাইকে নিয়ে আয়োজন করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন বাইডেন। এদিন দেশের প্রত্যেক নাগরিককে কোভিডের বুস্টার ডোজ নেয়ার আহ্বান জানান।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply