রাত পোহালেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুুল ফিতর। প্রিয় জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সবাই ছুটছেন কোলাহল ও ব্যস্ততা থেকে দূরে কোথাও। সেই স্রোতে যেন গা ভাসিয়ে কক্সবাজার ছুটলেন ঢালিউডের জনপ্রিয় চিত্র নায়িকা পরীমণি। পরীমণির ফেসবুক আইডি থেকে জানা যায়, স্বামী শরিফুল রাজ ও নানাকে নিয়ে কক্সবাজারে যাচ্ছেন ঈদ উদযাপন করতে।
গতানুগতিকভাবে নয়, একটু আলাদাভাবেই নিজের ঈদ পালন করবেন পরীমণি। সাধারণত ঈদ সবাই দেশের বাড়িতেই কাটান কিন্তু পরী তার প্রিয় দুজন মানুষের সাথে সাগর তীরে কাটাবেন ঈদ।
সোমবার (২ মে) তার ফেসবুক প্রোফাইলে দেখা যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে উঠছেন পরীমণি। সাথে স্বামী রাজ ও নানা। রাজ-পরী কালো পোশাক পরে টিকিটের ছবি দিয়েছেন যেখানে গন্তব্য দেখা যাচ্ছে কক্সবাজার।
ফেসবুক পোস্টে তিনি তার ঈদ সম্পর্কে বিস্তারিত কিছু লেখেননি। তবে ধারণা করা হয়েছে তারা এবারের ঈদ কক্সবাজারেই কাটাবেন। এর আগে গত অক্টোবরে পরীমণি ও পরিচালক রাজের বিয়ে হয়। স্বামী স্ত্রী হিসেবে এটি তাদের প্রথম ঈদ।
এটিএম/
Leave a reply