পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত আয়োজনে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জাতীয় ঈদগাহে। মঙ্গলবার (৩ মে) সকাল সাড়ে আটটায় হবে নামাজ।
করোনার কারণে গেল দুই বছর বন্ধ ছিল উন্মুক্ত এই ঈদ জামাত। এদিকে ঢাকায় হাইকোর্ট চত্বরের ঈদগাহে খোলা পরিসরে শতাধিক কাতারে ঈদের নামাজ আদায় করবেন মুসল্লিরা। এছাড়া বৃষ্টি এলে যেন মুসল্লিদের কোনো সমস্যা না হয়, সেজন্য ত্রিপল লাগানো হয়েছে। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের প্রস্তুতিও পুরোপুরি সম্পন্ন। এই মসজিদে সকাল সাতটায় প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তারপর সকাল ৮টা, ৯টা ১০টা ও সবশেষ পৌনে এগারোটায় মোট পাঁচটি জামাত হওয়ার কথা রয়েছে।
এদিকে, দূর্যোগপূর্ণ আবহাওয়ায় কেন্দ্রীয় ঈদগাহের প্রধান জামাত বিঘ্নিত হলে বায়তুল মোকাররমের ৯টার জামাত হবে প্রধান ঈদ জামাত।
/এমএন
Leave a reply