কুষ্টিয়ার ঝাউদিয়া ইউনিয়নের আস্থানগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘কেরামত’ ও ‘ফজলু’ গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত হয়েছে ৪ জন।
দু’পক্ষের এই সংঘর্ষে নিহতরা হলেন আস্থানগরের কাশেম (৫০) পিতা: মৃত হোসেন, লাল্টু (৩০) পিতা: মোঃ দাদি মন্ডল, রহিম (৫০) পিতা: আবুল মালিথা এবং মতিয়ার (৪০) পিতা: মোঃ আফজাল মন্ডল।
জানা গেছে, দুই গ্রুপের রেষারেষি ছিল আগে থেকেই। আজ সোমবার (২ মে) ঈদগাহে নামাজ পড়া নিয়ে হয় বিরোধের সুত্রপাত।
/এম ই
Leave a reply