কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনকারী সরকারি কর্মকর্তা নাজিম উদ্দিনের বিরুদ্ধে ঘুষসহ নানা অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন।
গত ২৮ এপ্রিল ‘সাংবাদিক নির্যাতন করে পদাবনতি পাওয়া সেই কর্মকর্তার বিরুদ্ধে আবার অভিযোগের পাহাড়‘ শিরোনামে বিশেষ প্রতিবেদন প্রচার করেছিল যমুনা টেলিভিশন। এরপর তদন্তের নির্দেশ দেয়া হয়।
নাজিম উদ্দিন বর্তমানে সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর থেকেই নাজিম উদ্দিনের বিরুদ্ধে সাতক্ষীরা পৌরসভায় ঘুষ বাণিজ্য, ক্রসফায়ারের হুমকি, নির্বাহী কোর্ট বসিয়ে জেল-জরিমানা এবং চাকরি থেকে অব্যাহতির হুমকি, এমনকি সরকারি গাড়ি ব্যবহার করে মাদক সেবন ও বহনের গুরুতর অভিযোগ ওঠে । পাশাপাশি আছে পৌরসভার মেয়রকে অপসারণ চক্রান্তের অভিযোগ। এ সমস্ত অভিযোগ বিস্তারিত তুলে ধরে যমুনা টেলিভিশন।
/এমএন
Leave a reply