নাইজেরিয়ার লাগোস শহরে তিনতলা ভবন ধসের ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছে। আলজাজিরার খবর বলছে, ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছে অনেকে।
জীবিতদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। সোমবার (২ মে) এ তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। রোববার মধ্যরাতে হঠাৎই ধসে পড়ে ভবনটি। তবে আবাসিক এ ভবনে কতজন বাস করত তা জানা যায়নি।
পশ্চিম আফ্রিকার দেশটিতে প্রায়ই ভবন ধসের ঘটনা ঘটে। গেল নভেম্বরে একটি ভবন ধসের ঘটনায় অন্তত ৪০ জন মারা গিয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, লাগোস শহরেই এক হাজারের বেশি ভবন ধসের মতো ঝুঁকিতে রয়েছে।
/এডব্লিউ
Leave a reply