জাতীয় সংসদে ঈদের জামাত অনুষ্ঠিত

|

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় হয়েছে। মঙ্গলবার (৩ মে) সকাল সাড়ে ৮ টায় সংসদ ভবন প্রাঙ্গনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

সংসদের চিফ হুইপ, মন্ত্রীসভার সদস্য, সংসদ সদস্যবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সংসদ ভবন ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত ঈদের জামাতে শরিক হন। করোনা মহামারির কারণে গত দুইবছর বিধি নিষেধে সীমাবদ্ধ ছিল সংসদের ঈদ জামাত।

এবার ঈদ জামাতের জন্য সংসদের সবগুলো গেট ছিল উন্মুক্ত। সংসদ ভবনসহ আশপাশের এলাকা থেকে উচ্ছ্বসিত মানুষ সপরিবারে ঈদের নামাজ আদায় করতে আসেন। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা এবং যেসব সংসদ সদস্যরা অসুস্থ তাদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply