ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের জেরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন খ্রিস্টান ধর্মীয়লম্বীদের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস। খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির।
মঙ্গলবার (৩ মে) ৮৫ বছর বয়সী এই ধর্মীয় নেতা ইতালির একটি গণমাধ্যমকে বলেন, আমি ২০ দিন আগে ভ্লাদিমির পুতিনকে একটি চিঠি পাঠিয়েছি এই মর্মে যে, আপনার সাথে দেখা করতে আমি মস্কো যেতে চাই।
তিনি আরও বলেন, আমরা এখন পর্যন্ত পাঠানো চিঠির কোনো উত্তর পাইনি। আমরা ভয় পাচ্ছি যে, পুতিন হয়তো এখন দেখা করতে পারবেন না অথবা দেখা করতে চাচ্ছেন না।
পোপ ফ্রান্সিস বরাবরই মস্কো অথবা পুতিনের নাম উল্লেখ না করে এই নিষ্ঠুর ও বিবেকহীন যুদ্ধের নিন্দা জানিয়ে আসছেন। রোমান ক্যাথলিক চার্চের প্রধান এখনই ইউক্রেন সফর না করার বিষয়ে বলেন, আমার মনে হয় আমার এখনই ইউক্রেন সফর করা উচিত নয়। আমার উচিত মস্কো যাওয়া এবং পুতিনের সাথে দেখা করা।
এটিএম/
Leave a reply