গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সদর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আহসান হাবীব (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ মে) দুপুরে দারিয়াপুর-গাইবান্ধা সড়কের বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আহসান হাবীব সদর উপজেলার দক্ষিণ গিদারী গ্রামের ফকিরটারী গ্রামের পল্লী চিকিৎসক আঞ্জু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, আহসান হাবীব দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে গাইবান্ধা শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় দারিয়াপুরের বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে হঠাৎ করে আহসান হাবীব মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর ছিটকে পড়ে যায়। ঘটনা দেখে তাৎক্ষণিক আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত আহসান হাবীবের স্বজনরা জানান, ঈদের নামাজ শেষে আহসান হাবীব তার বাবার মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে যায়। তবে লাশ হয়ে বাড়ি ফিরেছেন।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
এটিএম/
Leave a reply