বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়া অসুস্থ। কারো সাহায্য ছাড়া তিনি হাঁটাচলা করতে পারেন না।
মঙ্গলবার (৩ মে) রাতে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসবভন ফিরোজায় দেখা করতে যান দলটির মহাসচিসহ স্থায়ী কমিটির সদস্যরা। ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন দেশের সামগ্রিক বিষয়ে অবহিত হয়েছেন বলে এ সময় উল্লেখ করেন মির্জা ফখরুল। জানিয়েছেন, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন। প্রায় তিন বছর পর স্থায়ী কমিটির সদস্যরা একসঙ্গে খালেদা জিয়ার সাথে দেখা করেন। বিএনপি নেতারা এ সময় ফিরোজায় প্রায় দেড়ঘণ্টা অবস্থান করেন। আলোচনা করেন দেশের সার্বিক অবস্থা নিয়ে। বিএনপি নেতারা খোঁজ নেন খালেদা জিয়ার শারিরীক অবস্থার।
উল্লেখ্য, দুর্নীতির দুই মামলায় ১৭ বছর দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুই বছরের বেশি সময় কারাভোগের পর করোনা মহামারির মধ্যে সরকারের নির্বাহী আদেশে ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে ৬ মাসের জন্য মুক্তি পান। ফৌজদারি কার্যবিধিতে এ সাজা স্থগিত দেখিয়ে একাধিক দফায় মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।
বিএনপি চেয়ারপারসন আর্থারাইটিসের ব্যথা, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন।
/এমএন
Leave a reply