তীব্র দাবদাহে নাকাল ভারতের উত্তর, পশ্চিম ও পূর্বাঞ্চল। মহারাষ্ট্রে গত ১০ দিনে হিটস্ট্রোকে প্রাণ গেছে অন্তত ২৫ জনের। গেল পাঁচ বছরের মধ্যে রাজ্যটিতে হিটস্ট্রোকে এটিউ সর্বোচ্চ প্রাণহানি।
রাজ্য কর্তৃপক্ষের বরাতে আলজাজিরার একটি খবর বলছে, মহারাষ্ট্রে ২৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ৪৬ ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে বিদর্ভ, নাগপুর, অমরাবতি এবং নাগপুর জেলায় সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
গেল মার্চ এবং এপ্রিলজুড়ে ভারতে বাড়তে থাকতে তাপমাত্রা। দেশটির আবহাওয়া দফতর বলছে, এই দুই মাসের উষ্ণতা গেল ১০০ বছরের রেকর্ড ছাড়িয়েছে।
/এডব্লিউ
Leave a reply