চলতি বছর কয়েক দফা পারমাণবিক পরীক্ষা চালানোর উত্তেজনার মধ্যেই আবারও ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করলো উত্তর কোরিয়া। বুধবার (৪ মে) এ তথ্য নিশ্চিত করে জাপান ও দক্ষিণ কোরিয়া।
গার্ডিয়ানের খবর বলছে, এদিন রাজধানী পিয়ংইয়ংয়ের কাছাকাছি সুনান এলাকা থেকে ছোড়া হয় মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রটি। যা জাপানের বিশেষ অর্থনৈতিক জোন এলাকার কাছাকাছি পড়ে। এ নিয়ে চলতি বছরেই ১৪তম বারের মত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো দেশটি।
উত্তর কোরিয়ার একের পর এক মিসাইল পরীক্ষা নিয়ে উদ্বেগ জানিয়েছে প্রতিবেশী দেশ জাপান ও দক্ষিণ কোরিয়া। একে নতুন হুমকি হিসেবে দেখছে তারা।
এর আগে, গত সপ্তাহে ক্ষেপণাস্ত্র আরও সমৃদ্ধ করার ঘোষণা দেন কিম জং উন।
/এডব্লিউ
Leave a reply