বরগুনায় নিখোঁজের পর বাড়ির পাশে একটি বাগানের গর্তে মাটি চাপা দেয়া অবস্থায় রওশন আরা নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ মে) দুপুরে বরগুনা সদর উপজেলার সদর ইউনিয়নের কালিরতবক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। টাকা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটছে বলে দাবি নিহতের স্বজনদের।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার (৩ মে) রাত নয়টার দিকে প্রতিবেশীদের বাড়ি থেকে নিজ ঘরে ফেরার পথে নিখোঁজ হন রওশন আরা। রাতে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তাকে। পরে সকালে বাড়ির পাশের একটি বাগানে নতুন একটি গর্তের সন্ধান পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গর্ত খুঁড়ে নিখোঁজ রওশন আরার মরদেহ শনাক্ত করে।
এ নিয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ বলেন, খবর পেয়ে আমাদের একটি মোবাইল টিম এখানে পাঠানো হয়। সন্দেহজনক গর্তটি কিছুদূর খোঁড়ার পরই নিখোঁজ নারীর কাপড়ের অংশ এবং এক পর্যায়ে তার মরদেহ দেখে শানাক্ত করা হয়। এরই মধ্যে অভিযুক্ত বেশ কয়েকজনের নাম সামনে আসছে বলে জানান তিনি। তাদের গ্রেফতারে অভিযান অব্যহত আছে।
এসজেড/
Leave a reply