সম্প্রতি থাইল্যান্ডের একটি শপিং মলের সামনের ফুটপাথ থেকে ৬৬০ লাখ বছরের পুরনো সামুদ্রিক প্রাণীর দেহাবশেষ পেয়েছেন বিশেষজ্ঞরা। মোট ৭৭টি জীবাশ্ম উদ্ধার করা হয়। তাদের মতে, এই জীবাশ্ম ৬৬০ লাখ বছরের পুরনো এবং এগুলো ডায়নোসরের সময়কালের প্রাণী অর্থাৎ জুরাসিক পিরিয়ডের। আল আরাবিয়ার।
শামুক আকৃতির এসব জীবাশ্মের আকৃতি প্রায় ৫ ইঞ্চি। বিশেষজ্ঞরা বলেছন, ভুলবশত সৌন্দর্যবর্ধক হিসেবে এগুলোকে ফুটপাথের ঢালাইয়ের সাথে ব্যবহার করা হয়েছিল। এরই মধ্যে বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে দেশটির প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ মন্ত্রণালয়। সরকারের পক্ষ থেকেও একদল জীবাশ্মবিদ পাঠানো হেয়ছে ঘটনাস্থলে। তারা ফুটপাথের সিমেন্টের ঢালাই থেকে এগুলোকে নিরাপদে সরিয়ে নিয়ে সংরক্ষণ এবং গবেষণা করবেন।
বিশেষজ্ঞরা বলছেন, মাদাগাস্কার এবং মরোক্কোর পর্যটনকেন্দ্রগুলোতে এগুলো ঘর সাজানোর জিনিস হিসেবে বিক্রি করা হয়। অথচ এসব জীবাশ্ম বহু মূল্যবান।
এসজেড/
Leave a reply