বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক বিনামূল্যে টিকা গ্রহণকারী দেশ হিসেবে বাংলাদেশ প্রথম। এমন মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, বিনামূল্যে পাওয়া টিকার বাজার মূল্য বিশ হাজার কোটি টাকারও বেশি।
বুধবার (৪ মে) দুপুরে মানিকগঞ্জে ঈদ উপলক্ষ্যে এক শুভেচ্ছা বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশে লক্ষ্যমাত্রার ৯৮ শতাংশ টিকা দেয়া হয়েছে। যা মোট জনসংখ্যার ৭৫ শতাংশ।
তিনি আরও বলেন, করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশের মানুষ আজ স্বচ্ছন্দে ঈদ উদযাপন করতে পারছে। যেসব দেশে করোনা নিয়ন্ত্রনণে নেই, সেখানে অর্থনীতি মন্দার দিকে। পৃথিবীতে যে সমস্ত দেশের অর্থনীতি চাঙা আছে বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম।
/এডব্লিউ
Leave a reply