স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর:
রংপুরের পাগলাপীরের শলেয়াসা এলাকায় একটি মাইক্রোবাস সিএনজিকে ধাক্কা দিলে ৫ জন নিহত এবং অন্তত ৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসটিকে আটক করা হয়েছে আর দুমড়ে-মুচড়ে গেছে সিএনজি।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি জানান, মঙ্গলবার (৪ মে) সন্ধ্যা সাতটায় রংপুর-দিনাজপুর মহাসড়কের গঙ্গাচড়ার এলাকায় সৈয়দপুরগামী একটি মাইক্রোবাস ইউটার্ন নেয়া একটি সিএনজিকে ধাক্কা দেয়। সাথে সাথেই দুমড়ে-মুচড়ে যায় সিএনজিটি। ঘটনাস্থলে সিএনজির তিন যাত্রী মারা যায়। এছাড়াও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটায় মারা গেছেন আরও দুই নারী। এছাড়া আহত হয় অন্তত ৩ জন।
হাইওয়ে পুলিশের পাশাপাশি গঙ্গাচড়া এবং সদর থানা পুলিশের সহযোগিতায় নিহতদের উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়। আর আহতদের ভর্তি করা হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানাতে পারেনি পুলিশ।
রংপুরের এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তাদের মধ্যে একজন হলেন তারাগঞ্জ উপজেলার ইকরচালী এলাকার ছিয়াদুল ইসলাম (৩৭), নাজমা বেগম (৪৭) এবং সদর উপজেলার পাগলাপীরের আমজাদ হোসেন (৫০)।
আরও পড়ুন: নোয়াখালীতে দিঘীতে সাঁতার কাটতে গিয়ে কর কমিশনারের মৃত্যু
/এম ই
Leave a reply