ঘুরে দাঁড়াচ্ছে সিলেটের পর্যটন

|

করোনা মহামারীতে দুই বছরের ঘরবন্দি জীবনের সমাপ্তি। তাই এবারের ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীরা হুমড়ি খেয়ে পড়েছেন পাহাড় মেঘ, সাদা পাথর আর স্বচ্ছ পানির মিতালি দেখতে। শীতল পানির পরশে শরীর-মনে প্রশান্ত আনার চেষ্টা পর্যটকদের। আর তাই এবার পর্যটকদের ঢলে ব্যবসা হচ্ছে প্রত্যাশার চেয়ে বেশি। ব্যবসায়ীরা বলছেন, সবকিছু অনুকূলে থাকলে খুব কম সময়েই কাটিয়ে ওঠা যাবে করোনার ক্ষতি।

পর্যটকেদর জন্য যারা অপেক্ষায় ছিলেন সেই টুরিস্ট ফটোগ্রাফারদের মুখেও ফুটেছে হাসি। প্রত্যাশার চেয়ে প্রাপ্তিও একটু বেশি। সাদা পাথরে পর্যটকদের আনা নেয়ার কাজে নিয়োজিত ২০০ নৌকার মাঝিদেরও ফিরেছে সুখের দিন। হতাশা কেটেছে খাবারের ব্যবসার সাথে জড়িতদেরও।

স্থানীয় সাদাপাথর রিসোর্টের চেয়ারম্যান আলকাছ আলী জানালেন, পর্যটকদের থাকার জন্য ভোলাগঞ্জের হোটেল-রিসোর্টের বুকিংও প্রত্যাশার চেয়ে বেশি। এমন চলতে থাকলে করোনান ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে না বলেও আশা করলেন তিনি।

তবে ব্যবসায়ীদের দাবি, বিপুল সংখ্যক পর্যটকের নিরাপত্তার জন্য আরও বাড়তি ব্যবস্থা নিতে হবে স্থানীয় প্রশাসনকে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply