ভোক্তা পর্যায়ে কমেছে এলপিজি সিলিন্ডারের দাম

|

ফাইল ছবি

দেশে ভোক্তা পর্যায়ে ফের এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে। ১২ কেজির সিলিন্ডারের দাম ১০৪ টাকা কমিয়ে করা হয়েছে ১ হাজার ৩৩৫ টাকা।

বৃহস্পতিবার (৫ মে) দুপুরে বিইআরসির মাসিক ঘোষণায় এলপিজির দাম কমানোর এ সিদ্ধান্ত জানানো হয়।

বাংলাদেশ এনার্জি রেগুলেটারি কমিশন (বিইআরসি) এর পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিইআরসি সচিব মো: খলিলুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা পর্যায়ে এলপিজির দাম কমানোর এ সিদ্ধান্ত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। আন্তর্জাতিক বাজারে লিকুইড পেট্রোলিয়াম গ্যাসের দামের সঙ্গে সমন্বয় রেখে দেশের অভ্যন্তরে ভোক্তা পর্যায়ে এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: হাজী সেলিম আইন মেনে বিদেশ গেছেন, আইন মেনে এসেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply