Site icon Jamuna Television

শ্রীলঙ্কাকে বিশ কোটি টাকার জরুরি ওষুধ উপহার দিয়েছে বাংলাদেশ

শ্রীলঙ্কাকে বিশ কোটি টাকার জরুরি ওষুধ সাহায্য দিয়েছে বাংলাদেশ। দেশটিতে চলমান পরিস্থিতিতে প্রাণরক্ষকারী ওষুধের সংকট দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (৫ মে) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনারকে বাংলাদেশের পক্ষ থেকে এই সাহায্য তুলে দেয়া হয়। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের বিচক্ষণতার কারণেই বাংলাদেশ সফলভাবে করোনা মোকাবেলা করতে পেরেছে। আর পররাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রীলঙ্কার সংকট কাটিয়ে উঠতে বাংলাদেশের সহায়তা অব্যাহত থাকবে। আঞ্চলিক বিভিন্ন সংকট কাটাতে সব দেশের সাথেই বাংলাদেশ কাজ করবে বলেও জানান তিনি।

অন্যদিকে, শ্রীলঙ্কার হাইকমিশনার প্রফেসর সুদর্শন সেনেভিরত্নে বলেন, বাংলাদেশ শ্রীলঙ্কার প্রকৃত বন্ধু; সংকটের সময় দেশটি তা বারবার প্রমাণ করেছে।

/এমএন

Exit mobile version