ঈদের পরে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হতে পারে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। ঈদে বাধাহীনভাবে মানুষ ঘরে ফিরছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (৫ মে) দুপুরে সচিবালয়ে কৃষিমন্ত্রী এসব কথা জানান। বলেন, ২ বছর পরে উৎসবের সাথে ঈদ উদযাপিত হয়েছে। এ সময়, কানাডার রাষ্ট্রদূতের সাথে আলাপ নিয়ে বলেন, দুই দেশ কীভাবে কাজ করতে পারে তা নিয়ে কথা হয়েছে। কানাডা বাংলাদেশকে সহায়তা করেছে। কানাডা থেকে কৃষি পণ্য আমদানি করা হয়।
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক আরও বলেন, করোনা ও যুদ্ধের কারণে খাদ্য সংকটের আশঙ্কা করছে আন্তর্জাতিক গোষ্ঠী। যদি কোনো সংকট হয়, কানাডা যেন বিশেষ বিবেচনায় খাদ্য শষ্য রফতানিতে সহায়তা করে সে বিষয়ে কথা হয়েছে বলেও জানান কৃষিমন্ত্রী।
/এমএন
Leave a reply